শিক্ষা ১৯ ডিসেম্বর, ২০২০ ০২:৪৭

জিএলটিএস বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন 'এসইউবিএলডিএস'

ডেস্ক রিপোর্ট

মাসব্যাপী রচনা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে গ্লোবাল থিংকার সোসাইটি (জিএলটিএস)উক্ত প্রতিযোগিতায় বিতর্কে অংশ নেয় ১৮টি দল। সবগুলো দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস)

প্রতিযোগিতার ফাইনালে বিতর্কের বিষয় ছিল "বর্তমান সময়ের প্রেক্ষাপটে আধুনিক রাষ্ট্র গঠনে নগরায়নের তুলনায় পরিবেশবাদীতা কতটা মুখ্য"স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পক্ষে বিতর্কে অংশ নেন রাইসা তাবাসসুম, মোঃ সিফাত হোসাইন পূজা মনি ধর

অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ হতে বিতার্কিক দেশসেরা বিচারকরা অংশগ্রহণ করেন

জয়ের ব্যাপারে মডারেটর নাজিয়া রহমান সকল কৃতিত্ব বিতার্কিক অগ্রজদের বলে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন