খেলাধুলা ২৪ ডিসেম্বর, ২০২০ ০২:৫৩

আইপিএলে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা

স্পোর্টস ডেস্ক

অনেকদিন ধরেই আইপিএলে দলের সংখ্যা বাড়তে পারে এমন গুঞ্জনের কথা শোনা যাচ্ছিল অবশেষে সেটি আজ আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ বৃহস্পতিবার এটির অনুমোদন দেয় ২০২২ সাল থেকে দশ দল নিয়েই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে আগামী বছরের আইপিএলটা অনুষ্ঠিত হবে ৮টি দল নিয়েই।

করোনাকালে আরব আমিরাতে সফল আইপিএলের পর থেকেই বিসিসিআই চাইছিল যে, দল বাড়ানো হোক টুর্নামেন্টে। সভায় এর পক্ষ নিয়েই কথা বলেছেন সভাপতি সৌরভ গাঙ্গুলী সাধারণ সম্পাদক জয় শাহ। তারা চাইছেন, আইপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে। যাতে বিশ্বব্যাপী আরও খেলোয়াড় অংশগ্রহণের সুযোগ পায় এবং তার সঙ্গে আইপিএল মানচিত্রেও যেন আরও কিছু শহর যোগ হয়।

আরও গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে ছিল ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে অনেক দিন ধরে এই ইভেন্টে না খেলার ব্যাপারে কথা বলে আসছিল ভারত। কিন্তু বিসিসিআই আপাতত নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নয়। তবে আইসিসি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে ইভেন্টের আরও বিস্তারিত জানার পরেই তারা নিজেদের অবস্থান জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।