দুর্যোগ ২৫ ডিসেম্বর, ২০২০ ১১:৫২

ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে আজ শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছেরিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে

ম্যানিলার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থার খবরে বলা হয়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠেএ ঘটনায় নগরবাসীর বড়ো দিনের ছুটির আনন্দ বিঘ্নিত হয়তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নিখবর এএফপির

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিমনিটে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে লুজনের প্রধান দ্বীপের বাতাঙ্গাস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে

পুলিশ প্রধান কার্লো কাসারেসের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ম্যানিলার প্রায় ৯০ কিলোমিটার দূরের এবং ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের উপকূলীয় কালাতাগান নগরীর লোকজন ভূমিকম্পে ছিল উৎকণ্ঠিততবে এখন তারা অনেকটা স্বাভাবিক

কাসারেস বলেন, ‘ভূমিকম্পের কারণে চার্চসেবা বন্ধ করে দেওয়া হয়তবে জনগণের মধ্যে এখন আর উৎকণ্ঠা দেখা যাচ্ছে না

পুলিশপ্রধান কার্লো আরো জানান, ভূমিকম্পে ওই এলাকায় ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি