রাজনীতি ৩০ ডিসেম্বর, ২০২০ ১১:১৬

নাটোরে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

ডেস্ক রিপোর্ট

আলোচিত রাকিব, রায়হান রাজিব হত্যা মামলার পৃথক দু'টি মামলায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার সময় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমান শুনানি শেষে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ বিএনপি সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন।

এসময় শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের জানুয়ারি রাকিব রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট রাজিব নামে তিনজন নিহত হন। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।