অপরাধ ও দুর্নীতি ৪ জানুয়ারি, ২০২১ ১২:৩৩

পি কে হালদারের সহযোগী রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী শংখ ব্যাপারীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অর্থপাচারে পিকে হালদেরকে সহযোগিতার সংশ্লিষ্টতার অভিযোগে শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়।

সোমবার ( জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আদেশ দেন। এদিন শংখ বেপারীকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান দুদক সচিব . মু আনোয়ার হোসেন হাওলাদার। গত ২৯ ডিসেম্বর ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।

পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদার বিদেশে পালান।

গত জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর গত ২৬ নভেম্বর পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় আবেদন করেছে কমিশন।