সড়ক দুর্ঘটনা ১০ জানুয়ারি, ২০২১ ০৭:৪০

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

যাত্রীবাহি বাস ওভারটেকের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে চিংড়ি ঘেরে উল্টে দুইজন বাসযাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।

আজ রবিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা থানার শাকদাহ ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-খুলনা সড়কে চুকনগর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে যেয়ে শাকদহ ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসটি উল্টে একটি চিংড়ি ঘেরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও পুলিশ এসে বাসের মধ্যে থাকা দুইজনের লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ১০ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের নাম রামপদ মন্ডল। তার বাড়ি সাতক্ষীরা জেলার শামনগর উপজেলায়। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।