রাজনীতি ১১ জানুয়ারি, ২০২১ ০৩:১১

সরকার ভ্যাকসিন নিয়েও লুটপাটের আয়োজন করছেন : ফখরুল

ডেস্ক রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই চরম দুর্দিনে কোভিড ভাইরাস যখন আমাদের গোটা বিশ্বের ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে, তখন আমরা অত্যন্ত হতাশার সঙ্গে দেখছি যে, সরকারি মদদপুষ্ট যারা ব্যবসায়ী, তারা আজকে ভ্যাকসিন নিয়েও একটা লুটপাটের আয়োজন করছেন।

আজ সোমবার বিকেলে ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের ক্ষমতা দখলের দিনটিকেকালো দিবসদিবস হিসেবে পালনে বিএনপির উদ্যোগেএক এগারো : বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ, গণতন্ত্রই মুক্তির পথশীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা এই বাংলাদেশের লুটপাটের যে অর্থনীতি এটাকে পরিবর্তন করতে চাই। আমরা বাংলাদেশের একদলীয় শাসনব্যবস্থা ধ্বংস করে দিয়ে এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এখানে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা দিতে চাই। আমরা এখানে সত্যিকার অর্থেই মানুষের বাকস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা দেখতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল যে, এখানে একটা সত্যিকার অর্থেই একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা হবে সেই কল্যাণমূলক রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আমরা দেখতে চাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সব গণতন্ত্রকামী মানুষ তারা ঐক্যবদ্ধ হবেন এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে বাধ্য করবে।

/১১ এর ঘটনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে তুলে ধরে বলতে চাই, ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে যে অভ্যুত্থান-এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না। এটা ছিল বাংলাদেশের সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করার জন্যেই দেশি-বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের একটি অংশ। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি পরবর্তী ধারাবাহিকতায় যারা সেদিন অভ্যুত্থান ঘটিয়েছিল একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, সাংবিধানিক সরকারকে উৎখাত করে। তারাই পরবর্তীকালে তাদের সঙ্গে যোগসাজশ করে আজকে যাদের ক্ষমতায় নিয়ে এসেছে এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের স্বাধীনতাকে বিপন্ন করছে, গণতন্ত্রকে ইতিমধ্যে তারা প্রায় ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন যে একটা সত্যিকার অর্থে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, একটি উন্নয়ন-উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা- সেই স্বপ্নকে সম্পূর্ণভাবে ধবংস করে দিচ্ছে আজকের সরকার আওয়ামী লীগ।

বিএনপির নেতা বলেন, আমরা সবাই জানি যে, তারই ধারাবাহিকতায় ২০০৮ সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে সেই শক্তির মদদপুষ্ট হয়েই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৪ সালে সম্পূর্ণভাবে ভোটারবিহীন বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসা হয়। আমরা এটাও জানি যে, ২০১৮ সালে একই কায়দায় আগের রাতেই জনগণের ভোটের অধিকারকে চুরি করে, হরণ করে নিয়ে গিয়ে আবার একটি সেই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো হয়।