অপরাধ ও দুর্নীতি ২১ জানুয়ারি, ২০২১ ০৮:৩২

জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়ে রাজধানীতে আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অভিযান চালিয়ে জাল ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরনের জাল সনদ তৈরির দায়ে নুরুল আলম (৪৫) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যা-)

গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাতে ধানমন্ডি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এসময় তার কাছ থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকল সিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়

র‍্যাব- এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তি বিআরটিএ থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন

তিনি আরও জানান, নুরুল আলমকে জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে