বিনোদন ২২ জানুয়ারি, ২০২১ ০৪:৫১

শুরু হলো ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং

বিনোদন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য হচ্ছে সিনেমা। সিনেমটি পরিচালনা করবেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। জানা গেছে ইতোমধ্যে ’বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শুরু হয়েছে। পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে মহরতের মাধ্যমে এদিন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক আরিফিন শুভ। পিতা শেখ লুৎফুর রহমানের (৪৫-৬৫ বয়সের) ‍ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

এছাড়া দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দিঘীসহ শতাধিক শিল্পীকে।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

এদিকে, বায়োপিকের শুটিং হওয়ার কথা ছিল গত বছর মার্চে। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায়। ফিল্ম সিটিতে আনুমানিক তিন মাস ধরে প্রথম ধাপের শুটিং চলবে। দ্বিতীয় ধাপের শুটিং হবে বাংলাদেশে। ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই দেশের।