অপরাধ ও দুর্নীতি ২২ জানুয়ারি, ২০২১ ০৭:১১

৮০টি হাঙ্গরসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট ক্যাম্পের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকালে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৮০টি হাঙ্গর মাছসহ ৮ জন হাঙ্গর শিকারিকে আটক করেছে।

কোস্টগার্ড সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিষখালী নদীতে নিশানবাড়ীয়া এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকায় হাঙ্গর মাছসহ কয়েকজন শিকারি অবস্থান করছেন। এ সময় তারা অভিযান চালিয়ে ইঞ্জিন নৌকাসহ ৮ শিকারি ও ৮০টি হাঙ্গর মাছ উদ্ধার করে। পরে আটককৃত শিকারী ও হাঙ্গর মাছসহ ইঞ্জিন নৌকা পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে আটককৃত শিকারীদের ৫ হাজার টাকা জরিমানাসহ উদ্ধারকৃত হাঙ্গর মাছ মাটিতে পুতে ফেলার জন্য বনবিভাগকে নির্দেশ দেন।

ইতোপূর্বে গত মঙ্গলবার কোস্টগার্ড বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩৮০টি হাঙ্গরসহ ১৩ জন শিকারিকে আটক করে।