রাজনীতি ২৩ জানুয়ারি, ২০২১ ০৯:৫১

পদ্মা সেতুর আগে সুশাসন চায় মানুষ : বাবলু

ডেস্ক রিপোর্ট

দেশের মানুষ যতটা উন্নয়ন চায়, তার চেয়ে বেশি সুশাসন চায় জানিয়ে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, পদ্মা ব্রিজ আর ফ্লাইওভারের আগে সুশাসন চায় মানুষ সুশাসন নিশ্চিত না হলে ঐ ব্রিজ দিয়ে ১০টি হোন্ডায় ২০টি গুন্ডা দ্রুত সময়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন

তিনি বলেন, সরকারি দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে এই অশনিসংকেত ভালো নয় এতে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে

‘সরকারি দলের এক সংসদ সদস্য তাদের এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন এক শীর্ষ নেতার পৌর নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে এসেছে এই বিরোধ তারা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে, জনগণের স্বার্থ নিয়ে ভাবার সময় নেই তাদের অবস্থা এমন হয়েছে যে, বিরোধীদলের আর কিছুই বলতে হচ্ছে না নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন

নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, প্রার্থী খুন হচ্ছে দাবি করে তিনি আরো বলেন, এমন নির্বাচন আমরা চাই না আমরা চাই, মানুষ যেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পারে বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয়েছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারছে না নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়া হয়েছে সরকারী দলের এক শীর্ষ নেতার ভাই বলেছেন, সরকার ভাতের অধিকার নিশ্চিত করতে পারলেও ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি