বিনোদন ২৪ জানুয়ারি, ২০২১ ০৯:২০

অতীত নিয়ে যা বললেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক

প্রায় সাত বছর আগে মিয়ামিতে গ্রেফতার হয়েছিলেন সঙ্গীত তারকা জাস্টিন বিবার। তার বয়স তখন ছিল ১৯। মাতাল অবস্থায় গাড়ি চালানো ও মাদক বহনের অভিযোগে পপ তারকা জাস্টিন বিবারকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি বিবার অতীতের এই ঘটনা প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তিনি।

গ্রেফতার হওয়ার দিনের একটি ছবি শেয়ার করে বিবার লিখেছেন, আমি কষ্ট পাচ্ছিলাম, অসুখী, দ্বিধাগ্রস্ত, রাগান্বিত ছিলাম, ভুল পথে আগাচ্ছিলাম, ভুল বুঝতাম, সৃষ্টিকর্তার ওপর রাগ করতাম। মিয়ামিতে একজনের ওপর অনেক রাগান্বিত ছিলাম। এ সবকিছু থেকে আমাকে অনেক দূরে নিয়ে এসেছেন সৃষ্টিকর্তা। তখন থেকে এখন পর্যন্ত বুঝতে পারছি… সৃষ্টিকর্তা তখনও আমার পাশে ছিলেন, এখনও আছেন। আপনাদের জন্য পরামর্শ হলো, সৃষ্টিকর্তা কতটা এগিয়ে নিয়ে এসেছেন সেটা বুঝতে অতীত স্মরণ করুন।

তিনি আরও লিখেছেন, অতীত নিয়ে আমি গর্বিত নই। তবে, অতীতের লজ্জা যেন বর্তমানকে ক্ষতিগ্রস্ত না করে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ জানুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ৯ মিনিটে জাস্টিন বিবার একটি ইয়েলো ল্যাম্বোরগিনি ও তার আরেক বন্ধু লাল ফেরারি গাড়ি নিয়ে মায়ামি বিচে রেস করছিলেন। তাদের রেসের জন্য একটি এরিয়া পুরাপুরি বন্ধ হয়ে গিয়েছিল। মায়ামি পুলিশ এসময় তাদের রেসের জন্য আটক করেছিল। পরবর্তীতে ড্রাগ টেস্ট করা হলে বিবারের রক্তে অ্যালকোহলের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গিয়েছিল। তাদের দু’জনকেই গ্রেফতার করেছিল মায়ামি পুলিশ এবং তাদের গাড়িগুলোও আটক করা হয়েছিল।