বিনোদন ৩০ জানুয়ারি, ২০২১ ০৯:২২

কিছুই আসলে স্থায়ী নয়: তাহসান

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রাহমান খান। তিনি একাধারে গীতিকার, সুরকার, কি-বোর্ড ও গিটার বাদক, শিক্ষক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক নামের আগে অনেক বিশেষণ তাঁর। যেমনটা অনেকের ভাগ্যে জোটে না।

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয় এ তারকা, যদি একদিন এই তারকাখ্যাতি হারিয়ে যায়, তখনকার জীবন নিয়ে কিছু ভেবেছেন? এমন প্রশ্নে তাহসান বলেন, আমি গত ১৮ বছর ধরে এটাই ভাবছি, কোনো কিছুই আসলে স্থায়ী নয়। আমাকে যে এত এত মানুষ ভালোবাসা দিচ্ছে, এমনও হতে পারে আজই হয়তো বা আমার শেষ দিন। আমি এই বিষয়টাকে কখনোই টেকেন ফর গ্রান্টেড করি না। আমি প্রতি মুহূর্তেই কৃতজ্ঞতার সাথে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি।

উল্লেখ্য, এবারের বইমেলায় আসছে ‘অনুভূতির অভিধান’ শিরোনামে তাঁর প্রথম বই প্রকাশিত হচ্ছে। ভালোবাসা দিবসে আসছে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘হাফ হানিমুন’ নাটক। যেখানে দেড় বছর পর নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া ভালোবাসা দিবসে রুবেল হাসানের পরিচালনায় আরো একটি নাটকে দেখা যাবে। এদিকে, গেল বছর মাত্র দুটি গান করেছেন তাহসান।