খেলাধুলা ৩০ জানুয়ারি, ২০২১ ১০:৪৫

অনুশীলনে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ক্যান রিপোর্ট ভালো হওয়ায় আজ শনিবার নেটে ব্যাট করতে দেখা যায় তাকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজ সামনে রেখে চতুর্থ দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে যোগ দেন সাকিব।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল সাকিবের। সেটি ক্যারিবিয়ান ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। নিজের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। রানআপের সময় কুঁচকিতে টান অনুভব করেন। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন। তবে এরপরও বলটি করেছিলেন। কিন্তু পরে আর পেরে ওঠেননি।

ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি।

পরে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে ব্যথা না কমায় আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে স্ক্যানও করা হয়। সেখানে ফলাফল ভালো এসেছে।

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় দ্বিতীয় ম্যাচ ১১ ফেব্রুয়ারি থেকে। সব ঠিক থাকলে প্রথম ম্যাচেই দেখা যাবে তাকে।