স্বাস্থ্য সেবা ৩১ জানুয়ারি, ২০২১ ০৭:২৫

কক্সবাজারে পৌঁছাল ৮৪ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে পৌঁছাল ৮৪ হাজার করোনাভাইরাসের টিকা। আজ রবিবার সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে টিকা নিয়ে কাভার্ড ভ্যানটি এসে পৌঁছালে কক্সবাজারের সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান এই টিকা গ্রহন করেন।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ইপিআই এর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনের টিকা কোভিশিল্ড কক্সবাজারে আনা হয়েছে।

তিনি আরো জানান, কক্সবাজার আনা ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেয়া হবে। এর মধ্যে ৬ হাজার জন রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত পরে জানানো হবে।

সিভিল সার্জন জানান, এই টিকা দেয়ার জন্য আজ থেকে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী চার দিন তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এই পর্যায়ে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা উপজেলায় গিয়ে সেখানকার টিকা সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কর্মীদের প্রশিক্ষণ দেবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা ভাইরাসের এই টিকা প্রদানের সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী সারাদেশের মতো কক্সবাজার জেলায় আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী এই টিকা প্রদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।