আন্তর্জাতিক ২ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৯

যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথানত করবে না ইরান

ডেস্ক রিপোর্ট

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের মতো প্রতারক রাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে তারা যদি চুক্তি মেনে চলে, আমরাও মানবো।

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের চাপের কাছে মাথানত করবে না ইরান। তবে সঙ্কট সমাধানে সবসময়ই আগ্রহী তেহরান।

এর মধ্যেই, ইসলামি বিপ্লবের ৪২তম বার্ষিকী সামনে রেখে নিজেদের প্রযুক্তির সক্ষমতার জানান দিয়েছে তেহরান।

সোমবার অজ্ঞাত স্থান থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরী, সলিড লিকুইড চালিত অত্যাধুনিক প্রযুক্তির স্যাটেলাইটবাহী রকেট উৎক্ষেপণ করে ইরান। দিনের আলোতে মরুভূমি থেকে উৎক্ষেপণ করা জুলজানা নামের রকেটটি, ভূ-পৃষ্ঠ থেকে ৫শ' কিলোমিটার উচ্চাতায়, ২শ' ২০ কেজি ওজনের যে কোনো স্যাটেলাইট স্থাপনে সক্ষম।