খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪৩

রিভিউ আক্ষেপে পুড়ছেন সাদমান

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ উইকেটে ১৯৩ রান দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস এসেছে ওপেনার সাদমানের ব্যাট থেকে

৫৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান তবে রিভিউ নিলে তিনি বেঁচে যেতেন। আজকের গল্পটা হতে পারতো অন্যরকম। যেভাবে শুরু করেছিলেন সাদমান মনে হচ্ছিল সেঞ্চুরি বুঝি পেয়েই যাবেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার।

ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে ফেরার পথে নন-স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলেন সাদমান ইসলাম কী কথা হয়েছে, তাঁরা দুজনই জানেন তবে সেই আলোচনার সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য আফসোসই বয়ে আনল মুশফিক-সাদমান মিলে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পরে রিপ্লেতে দেখা গেল, রিভিউ নিলে বেঁচে যেতেন সাদমান অপরাজিত থেকে যেতেন

ইনিংসজুড়ে দারুণ খেলা সাদমান চা-বিরতির ১০ বল আগে এলবিডব্লু হয়ে গেছেন জোমেল ওয়ারিকানের বলে অথচ ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বলটা মিডল স্টাম্প বরাবর পড়েছিল বাঁহাতি সাদমান সুইপ করতে চেয়েও পারেননি, বল লাগে তাঁর প্যাডে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আবেদনে আম্পায়ারের আঙুল উঠে যায় ৫৯ রানে আউট হয়ে যান সাদমান অথচ পরে রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরেই চলে যেত

উল্লেখ্য, ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষেই সাদা পোশাকে অভিষেক হয় সাদমানের ক্যারিয়ারে মোট ৬টি টেস্ট খেলেছেন তিনি এখনও দেখা পাননি সেঞ্চুরির সাদা পোশাকে তার সর্বোচ্চ রান ৭৮