রাজনীতি ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০২:২০

আ’লীগে যোগ দিলেন বিএনপির ২ নেতা

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগে যোগ দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাউন্সিলর প্রার্থী আসমা আক্তার এবং বিএনপি নেতা নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ মনিরুজ্জামান।

শুক্রবার ( জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি নেতা দুইজন কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগে যোগ দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নানা ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলর হওয়ার জন্য দল পরিবর্তন কিনা এমন প্রশ্নও করেছেন অনেকে।

১৪ ফেব্রুয়ারি বাগেরহাট পৌরসভা নির্বাচন হবে। এই নির্বাচনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আসমা আক্তার চশমা প্রতীকে নির্বাচন করছেন।

তিনি বলেন, ‘আমি বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার উপর কোনো চাপ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।

বিএনপি নেতা নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ মনিরুজ্জামান ডালিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।