অপরাধ ও দুর্নীতি ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪৭

ভারতীয় ওষুধসহ নেত্রকোনা সীমান্তে আটক ১

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আজ রোববার দুপুরে বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম জাকারিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপির হাবিলদার মো. নূরে আলম মোল্লার নেতৃত্বে সদস্যের একটি টহল দল রোববার সকাল সাড়ে ১১য় কালাঘর গোদারাঘাট এলাকায় টহল দিচ্ছিলেন এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল সীমান্ত এলাকা থেকে কাঁধে কার্টন নিয়ে আসা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে ওই ব্যক্তি কার্টন ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে

পরে কার্টন থেকে আনুমানিক লাখ ১০ হাজার ৮৯০ টাকার ভারতীয় ওষুধ জব্দ করে আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (২৫) তিনি কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে পরে আটককৃত ব্যক্তিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়