স্বাস্থ্য সেবা ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:২৯

নারী এমপির টিকা গ্রহণের নামে ফটোসেশন

সরাইলে টিকা না নিয়েও টিকা নেওয়ার ভান করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।

সরাইলে টিকা না নিয়েও টিকা নেওয়ার ভান করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের বিরুদ্ধে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ‘ফটোসেশন’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনার প্রতিষেধক ভ্যাকসিন গণহারে প্রয়োগের কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে তিনি এ কাণ্ড ঘটান। পরবর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি প্রকাশ পেলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

ছবিতে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এমপি শিউলি আজাদকে টিকা দিচ্ছেন, এমন ভান করে আছেন তিনি। কিন্তু আসলে তিনি টিকা নেননি। ছবিটিতে এমপি ও নার্স ছাড়াও আরও অন্তত ১০ জনকে দেখা যাচ্ছে। এদের মধ্যে আছেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি শিউলি আজাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে জাতীয় সংসদ ভবনে নিবন্ধন করেছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এমপির ফটোসেশনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ করা হলে এমপি শিউলি আজাদ বলেন, আমি যেখানে টিকা গ্রহণের ছবি তুলেছি, সেখানে তো কোনো ব্যানার ছিল না। আমি আন-অফিশিয়ালি এটা করেছি।

টিকা নিতে ভয় পাওয়া একজন নারীকে অভয় দিতে গিয়ে তিনি এমনটি করেছেন বলেও দাবি করেন। একজনকে সাহস দিতে গিয়েও যদি এমন বিতর্কের সৃষ্টি করা হয়, তাহলে আমরা কীভাবে কাজ করব, প্রশ্ন রাখেন এই এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এই উপজেলায় এ পর্যন্ত ৪৬০ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ দুপুরে প্রথম টিকা নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। প্রথম দিন টিকা নিয়েছেন ৬৩ জন।