আন্তর্জাতিক ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:২৪

তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রিতে গ্রীসের উদ্বেগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রি করায় উদ্বিগ প্রকাশ করেছেন গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস্ মিচোতাকিস ইউরোপীয় ইউনিয়নের ২০২১ এর অনলাইন সভায় গ্রীসের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যেখানে লকহেড মার্টিন কর্প এফ৩৫ যুদ্ধবিমান বাতিল করেছে, রাশিয়া এস-৪০০ মিসাইল তুরস্ককে দিচ্ছে না অথচ জার্মানি তুরস্ককে আক্রমণাত্মক সাবমেরিন তোলে দেয়াটা গ্রীসের জন্য বিপদজনক

গ্রীসের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কি ধরে নেব জার্মান গ্রীসের পুরোনো শত্রুদের অন্যতম বন্ধু রাষ্ট্র জার্মানির ধরনের সিদ্ধান্ত আবারো প্রকাশ পেল সাবমেরিন রপ্তানির মাধ্যমে

তিনি তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন