স্বাস্থ্য সেবা ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০২:০৬

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় জনমনে আতঙ্ক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট

সারাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম চলছে। আজ এই কার্যক্রমের দ্বিতীয় দিন। এদিন টিকা গ্রহণের পর ৯২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে অন্যরা টিকা নিতে নিরুৎসাহিত হচ্ছে বলে জানা যায়।

আজ সোমবার ( ফেবরুয়ারি) সারাদেশে টিকা নিয়েছেন ৪৬,৫১০ জন। রেজিস্ট্রেশন করেছিলেন ৫৯২০০৫ জন।

বাংলাদেশ গ্যাভি-কোভ্যাক্স থেকে ৬৮ মিলিয়ন বা কোটি ৮০ লাখ (প্রতিজন দুই ডোজ) ডোজ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মোট জনসংখ্যার ৮০ শতাংশ অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদফতরের।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। গত নভেম্বরে এই টিকার তিন কোটি ডোজ পেতে সেরামের সঙ্গে চুক্তি হয় বেক্সিমকোর।

যার মধ্যে ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে গত ২৫ জানুয়ারি। এর আগে গত ২০ জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন।

গত ২৭ এবং ২৮ জানুয়ারি দেশের পাঁচটি হাসপাতালে ৫৬৭ জনকে প্রাথমিকভাবে টিকা দেওয়া হয় তাদেরকে পর্যবেক্ষণ করা হয় এতদিন। কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া এই ৫৬৭ জনের মধ্যে দেখা যায়নি।