আন্তর্জাতিক ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৪

কুকুর-বিড়ালের করোন পরীক্ষা করবে যে দেশ

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর সিউলে পোষা কুকুর-বিড়ালের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হবে। মহানগর কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে।

বেশ কয়েক সপ্তাহ পর দেশটিতে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি বিড়াল ছানা থেকে করোনায় আক্রান্ত হওয়ার পরই পোষা প্রাণীর শরীরে উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করোনার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

মানুষের সংস্পর্শে আসার পর যে পোষা প্রাণীর শরীরে জ্বর এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেবে সেসব প্রাণীর নমুনা পরীক্ষা করা হবে। নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হলে পোষা প্রাণীকে অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে।

এক প্রতিবেদনে ইয়োনহাপ জানায়, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোগ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা পার্ক য়ো মি বলেন, মানুষে বা প্রাণীতে ভাইরাস ছড়ানোর প্রমাণ না থাকলে পোষা প্রাণীকে আইসোশেনে নেয়ার প্রয়োজন নেই।

যদি পোষা প্রাণীর মালিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকেন, অনেক অসুস্থ যে প্রাণীর যত্ন নেয়া সম্ভব না, তখন শহর কর্তৃপক্ষ পরিচালিত কোয়ারেন্টিনে প্রাণিটিকে নিয়ে যাওয়া হবে।

দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির যদি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার প্রয়োজন না পড়ে তাহলে ওই ব্যক্তিকে সাধারণত কোয়ারেন্টিনে থাকতে হয়।

পোষা প্রাণী নিয়ে হাঁটার সময় প্রাণীগুলোকে মানুষ থেকে অন্তত দুই মিটার দূরে রাখার পরামর্শ স্থানীয়দের আবারও মনে করিয়ে দেন পার্ক।