খেলাধুলা ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৫৪

রানের পাহাড় করেই থামলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

২২৩ রান নিয়ে প্রথম দিন শেষ করার পর ৪০০ পার করেছে সফরকারীরা। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা থেমেছে ৪০৯ রানে।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের পুরোটা ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। এনক্রুমাহ বোনারের উইকেট হারালেও সেশনের ২৯ ওভারে ১০২ রান তুলে নিয়েছিল সফরকারীরা। ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় সেশনেও দ্রুত রান তুলতে থাকে তারা। তবে বল হাতে কামব্যাক করেছেন আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম। অবশ্য এরপরও ক্যারিবীয়রা ঠিকই দাঁড় করিয়েছে ৪০৯ রানের বড় সংগ্রহ।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি বোনার, জশুয়া ডা সিলভা ও আলঝারি জোসেফ। বোনার ৯০, জশুয়া ৯২ ও জোসেফ থেমেছেন ৮২ রান করে। এ তিনজনের ব্যাটেই মূলত শেষ ৫ উইকেটে ২৩১ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে ঘুরে দাঁড়িয়ে ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট নিয়েছেন রাহি-তাইজুলরা।

আগেরদিন করা ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কুয়াশাচ্ছন্ন সকালে আজ শুরু থেকেই চেপে ধরবে বাংলাদেশ- এমনটাই ছিল সকলের প্রত্যাশা। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামদের আলগা বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দিনের শুরু থেকেই সহজ রান পেয়েছেন এনক্রুমাহ বোনার ও জশুয়া ডা সিলভা।