বিনোদন ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:১২

আড়াই বছর পর তপু

বিনোদন ডেস্ক

সময়টা ২০০৮ সাল ‘বন্ধু ভাবো কি’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেই সাড়া ফেলে দিয়েছিলেন রাশেদ উদ্দিন আহমেদ তপু। তখন তিনি পড়াশুনা করছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এরপর সেই অ্যালবামের জন্যই গায়ক বনে যান তিনি।

সেই তপু দীর্ঘ আড়াই বছর পর গাইলেন ‘পৃথিবী ঘুমাক’ শিরোনামের একটি গান। যার কথা লিখেছেন এবং সুর করেছেন কণ্ঠশিল্পী তপু নিজেই। এর সঙ্গীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রাফা।

নতুন এই গান প্রসঙ্গে তপু বলেন, প্রতিনিয়ত ভক্তদের কাছ থেকে অনুরোধ আসে। কেন নতুন গান দিচ্ছি না। আসলে নানাবিধ ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত গান করা হয় না। যাঁরা আমার গান ভালোবাসেন, এই গানটি তাঁদের জন্য ভালোবাসা দিবসের উপহার। একটু ভিন্ন ধাঁচের, ভিন্ন কথার গান এটি। আর রাফা তো বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জনপ্রিয় ব্যক্তি। তাঁর সঙ্গীতায়োজনও হয়েছে চমৎকার। আশা রাখি গানটি সবার ভালো লাগবে।

জানা যায়, গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে গুণী ফটোগ্রাফার পিনু রহমানের বেশকিছু স্থিরচিত্র দিয়ে। চিত্রগুলোকে অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওর রূপ দিয়েছেন তিমির দেব নাথ।