খেলাধুলা ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:২৩

শ্রীলঙ্কা সিরিজে 'ভালো করার' আশ্বাস মুমিনুলের

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক মুমিনুল হক সাংবাদিকদের কাছে কোনো অজুহাত ছাড়া ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন একইসঙ্গে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে 'ভালো করার' আশ্বাসও শুনিয়েছেন

ম্যাচ হারের কারণ প্রসঙ্গে মুমিনুল সাংবাদিকদের বলেন, 'নির্দিষ্ট কোনো কারণ নেই হয়তো পরিকল্পনা অনুযায়ী মানিয়ে নিতে পারিনি চার দিনে আমার কাছে মনে হয় না কখনও ব্যাটিংয়ের জন্য উইকেট খুব কঠিন ছিল খুব একটা বাজে বাউন্স ছিল না কর্নওয়াল হয়তো ওর উচ্চতার জন্য একটু বাড়তি বাউন্স পেয়েছে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের মানিয়ে নেয়া উচিত ছিল আমরা সেটা করতে পারিনি ব্যাটিংয়ে আমরা খুব বাজেভাবে ভেঙে পড়েছি এরপর আর ফিরতে পারিনি প্রথম ইনিংসে বলেন, দ্বিতীয় ইনিংস বলেন, একই ব্যাপার ঘটেছে'

জয়ের জন্য ২৩১ রান তাড়া করতে নেমে ২১৩ রানে থেমে যায় বাংলাদেশ দিনের খেলার তখনও ওভার পাঁচেক বাকি ব্যর্থতা স্বীকার করে যথারীতি আগামী সিরিজে ভালো করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ অধিনায়ক, 'যে লক্ষ্য আমরা পেয়েছিলাম, এই উইকেটে সেটা তাড়া করার মতোই দুর্ভাগ্যজনকভাবে টপ অর্ডার থেকে মিডল অর্ডারে ধস নামায় আমরা লক্ষ্য ছুঁতে পারিনি আমাদের ইনিংস বড় করতে না পারার তেমন কোনো কারণ নেই হয়তো এটা নিয়ে আরও কাজ করতে হবে আরেকটু চিন্তা-ভাবনা করে আমাদের ম্যাচ পরিকল্পনা ঠিক করতে হবে সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেই সিরিজেই হয়তো আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব'