অপরাধ ও দুর্নীতি ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৫

মুন্নুর এমডিসহ পরিচালকদের কোটি টাকা করে জরিমানা

ডেস্ক রিপোর্ট

শেয়ারবাজারে লেনদেনে অনিয়মের অভিযোগে মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালকে এক কোটি টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ৭৬১তম সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ ভঙ্গের দায়ে পুজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান ছাড়াও মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকেও ১০ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে জরিমানা আওতামুক্ত থাকবেন মুন্নু সিরামিকের স্বতন্ত্র পরিচালকেরা।

জরিমানার কারণ সম্পর্কে জানতে চাইলে বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম সময় সংবাদকে বলেন, শেয়ার লেনদেনে পরিচালকদের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, মুন্নু সিরামিকসের শেয়ার পুঁজিবাজারে বেশকিছুদিন ধরে ফ্লোর প্রাইসে রয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে প্রতিষ্ঠানটির।

বিএসইসির সোমবারের সভায় ফ্লোর প্রাইস নিয়ে সিদ্ধান্ত দেয়া হয়েছে। বলা হয়েছে, বিদায়ী বছরের হিসাবে বোনাস লভ্যাংশ অ্যাডজাস্ট করে রেকর্ড ডেট পরবর্তী ফ্লোর প্রাইস নির্ধারিত হবে। এতে করে যেসব প্রতিষ্ঠান বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিবে তাদের ফ্লোর প্রাইস পুননির্ধারিত হয়ে কমবে।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।