সারাদেশ ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০১:০৯

নীলফামারীতে ৪ র‌্যাব সদস্য আহত

ডেস্ক রিপোর্ট

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারিদের হামলায় দিনাজপুর ্যাব-১৩ এর চারজন সদস্য আহত হয়েছেন সময় দেড় কেজি গাঁজাসহ আটক তিন ব্যক্তিকে বুধবার সকালে মাদক মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ

ঘটনায় চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়া গ্রামের ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে

আটককৃতরা হলেন- ওই গ্রামের অধীর চন্দ্রের ছেলে পরিমল রায়, পুষ্পজিৎ রায়ের ছেলে আকাশ রায় জোগেস চন্দ্রের ছেলে ডালিম কুমার

আহত ্যাব সদস্যরা হলেন- এএসআই আরশেদ আলী, সৈনিক প্রবীর, সৈনিক নূরুল কনস্টেবল আব্দুল কাদের আহত ্যাব সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

মামলা সূত্রে জানা যায়, ্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান, বগুলাগাড়ী গ্রামের হরতকীরতল কালীমন্দির এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে তারা সেখানে গেলে ্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে গাঁজাসহ ওই তিন ব্যক্তিকে আটক করেন

আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে ্যাব সদস্যদের ওপর হামলা চালায় সময় এক এএসআইসহ চারজন ্যাব সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে মঙ্গলবার রাতেই দিনাজপুর ্যাব-১৩ এর জেসিও নায়েব সুবেদার ফুলমিয়া সরকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা নয়জন মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা করেন

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে আটককৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে