সিটিজেন জার্নালিজম ২৮ জুলাই, ২০১৯ ১২:২৬

এ যেন দৈত্যাকার জেলিফিশ!

দেখতে ভীষণ সুন্দর কিন্তু বিষাক্ত একটি সামুদ্রিক প্রাণী হলো জেলিফিশ। দেখতে স্বচ্ছ এই প্রাণীটির সৌন্দর্যে বিমোহিত হন অনেকেই। সম্প্রতি ব্রিটেনের কর্নওয়াল উপকূলে সাঁতার কাটার সময় একটি জেলিফিশের দেখা পান জীববিজ্ঞানী লেজ্জি ডেলি। কিন্তু এর আকার দেখে অবাক হয়ে যান তিনি। 

বিশালাকার জেলিফিশটি দেখে চমকে ওঠেন লেজ্জি। অতঃপর দ্রুত সহকর্মী ড্যান অ্যাবোটকে এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে বলেন। জানা যায়, শনিবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের মেরিন কনজারভেশন সোসাইটির জন্য ‘ওয়াইল্ড ওশিন উইক’ নামে একটি অর্থসংগ্রহ প্রচারণার অংশ হিসেবে সমুদ্রে নামেন লেজ্জি। আর তখনই দেখা মেলে ওই দৈত্যাকার জেলিফিশের। 

নিজের অনুভূতি ব্যক্ত করে লেজ্জি বলেন, ‘আমরা এমন কিছু আশা করিনি। সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল এটি।’ ক্যামেরাম্যান অ্যাবোট বলেন, আমি এর আগে কখনই এত বড় জেলিফিশ দেখিনি।

জানা যায়, যেই জেলিফিশটি তারা দেখেছেন তাকে ব্যারেল জেলিফিশ বলে। এই ধরনের জেলিফিশের আকার শুরুতে এক মিলিমিটারেরও কম থাকে। উপযুক্ত পরিবেশ পেলে ধীরে ধীরে তা বিশালাকৃতি লাভ করে। এদের প্রধান খাদ্য ছোট ছোট মাছ ও বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী। এর কাঁটাগুলো লম্বা কর্ষিকাযুক্ত জেলিফিশের চাইতে বেশি বিপদজনক।