রাজনীতি ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৫

ক্ষমতায় থেকে আ.লীগ সুপারপাওয়ার হয়ে গেছে: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট

জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের চেয়ারম্যান জি এম কাদেরছবি: জাতীয় পার্টির সৌজন্যে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাষ্ট্রক্ষমতায় না থাকলে রাজনৈতিক দলগুলো দুর্বল হতে থাকে এখন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগ সুপারপাওয়ার হয়ে গেছে

আজ বৃহস্পতিবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন
জাপার চেয়ারম্যান বলেন, রাষ্ট্রক্ষমতায় না থাকলে রাজনৈতিক দলগুলো দুর্বল হতে থাকে ক্ষমতার বাইরে থেকে বিএনপিও দুর্বল হয়ে পড়েছে, জাতীয় পার্টিও দুর্বল হয়েছে আওয়ামী লীগও অনেক দিন ক্ষমতার বাইরে থেকে দুর্বল হয়ে পড়েছিল ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে তার আগে আওয়ামী লীগ দুর্বল থাকলেও এখন রাষ্ট্রক্ষমতায় থেকে সুপারপাওয়ার হয়ে গেছে

সভাপতির বক্তব্যে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি মহাজোটে নেই, কোনো জোটেই নেই জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে মাঠে আছে নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে কিছু আসনে সমঝোতা হয়েছে তবে বেশির ভাগ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা শেষ সময় পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন জাতীয় পার্টি কারও দয়া বা ভিক্ষার রাজনীতি করে না

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ১৯৯১ সালের পর থেকে দেশে সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এতে আনুষ্ঠানিকভাবেই দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে যারাই সরকার গঠন করে, তারা আইনের ঊর্ধ্বে থেকে দুর্নীতি ও লুটপাটে জড়িত উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছেন পেশিশক্তি, কালোটাকা আর প্রশাসনকে কাজে লাগিয়ে কলুষিত করছে নির্বাচনব্যবস্থা একটি দলের প্রার্থীরাই নির্বাচনে জিতছেন, তাই রাজনীতির মাঠে অন্য দলগুলোর টিকে থাকাই দুরূহ হয়ে পড়েছে

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশে মানুষের ভোটের অধিকার নেই নির্বাচনের নামে প্রহসন চলছে তাই ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নেই দুর্নীতি, দুঃশাসন আর লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জাতীয় পার্টির সংগ্রাম চলবে
সভায় আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের ও হেনা খান, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান, মোস্তফা আল মাহমুদ ও এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন প্রমুখ