অর্থ ও বাণিজ্য ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৫২

আবারো পুঁজিবাজার বিনিয়োগে বিএটিবিসি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ থেকে সিগারেট রপ্তানি বাড়াবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এ লক্ষ্যে কোম্পানিটির সাভারের কারখানায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করবে। এজন্য ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। আর নিজস্ব অর্থায়নের মাধ্যমেই উল্লিখিত পরিমাণ অর্থ বিনিয়োগ করবে বহুজাতিক কোম্পানিটি।

এদিকে সম্প্রতি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫০০ শতাংশ (৩০০ নগদ ও ২০০ বোনাস) ফাইনাল ডিভিডেন্ড দেয়ার ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ সমাপ্ত হিসাববছরে সর্বমোট ৮০০ শতাংশ লভ্যাংশ দেবে।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৮৯ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সা।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৮০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ তিন হাজার ৩৯৮ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির ১৮ কোটি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৭২ দশমিক ৯১ শতাংশ শেয়ার, সরকারি শূন্য দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১২ দশমিক শূন্য চার শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১১ দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে তিন দশমিক ২৭ শতাংশ শেয়ার।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় অনুপাত ৩১ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২৪ দশমিক ৬৫।