সারাদেশ ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০১:২৩

নীলফামারীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নারী কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার(১৭ ফেব্রুয়াররি) দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওই সভা সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা পল্লীশ্রী

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার এসময় পল্লীশ্রীর প্রকল্প পরিচালক শামিমা বেগম পপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুল হাসান, আইনজীবী রোখসানা আনজুম চৌধুরী লীজা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবীব, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী তাইবুন নাহার, অর্থ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, প্রকল্প কর্মকর্তা চারু রাণী রায় প্রমুখ