আইন ও আদালত ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২০

পুলিশকে লাথি-ঘুষি মেরে মাদক মামলার আসামি পলাতক

ডেস্ক রিপোর্ট ।। 

মাদক মামলার এক আসামি পুলিশকে কিল, ঘুষি ও লাথি মেরে পালিয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সোনার (২৮) শেরপুর থানার বনমরিচা গ্রামের মৃত শাজাহান সোনারের ছেলে।

জানা গেছে, শেরপুর থানার মাদক মামলার আসামি (মামলা নং-১৮) সাইফুল ইসলাম সাগরকে সোমবার বিকেলে আদালতে হাজির করে শেরপুর থানা পুলিশ। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জামিন না মঞ্জুর হওয়া আসামিদের সঙ্গে শেরপুর থানার মাদক মামলার আসামি সাগরকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠানো হচ্ছিল।

এমন সময় দায়িত্বরত পুলিশের উপসহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিল ঘুষি ও লাথি মেরে হাতকড়া খুলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

এ ঘটনায় রাতে আদালতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।