অপরাধ ও দুর্নীতি ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০২:১৪

বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের পর বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যাকাণ্ডটি ঘটে বলে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি এলাকায় মোহাম্মদ চাঁন মিয়া (৬৮) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে ফারুক মিয়া (৩২) বাঁশ দিয়ে আঘাত করে বাবার মাথায়। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বৃদ্ধ বাবাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে মৃত্যু হয় চাঁন মিয়ার।

বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে নিহতের আরেক ছেলে মোশাররফ মিয়া বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। কিন্তু ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান ফারুক। বাবাকে হত্যা করে ফেরারি ফারুককে ধরতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪ এর একটি দল অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামাদি এলাকা থেকে আটক করা হয় ফারুককে।

জিজ্ঞাসাবাদে ফারুক র‌্যাবকে জানায়, বাবার কাছে কিছু টাকা পেত সে। সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় বাবার সাথে। এক পর্যায়ে বাড়ির উঠান থেকে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায় ফারুক। 

বুধবার দুপুরে র‌্যাব-১৪’র ময়মনসিংহ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের উপ অধিনায়ক মো. ফজলে রাব্বি।