সারাদেশ ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৩৬

আড়াই কেজি হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর থেকে প্রায় আড়াই কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর সিডিএল ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- চাপাইনবাবগঞ্জ সদরের লক্ষীপুর জামাদারপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. মোশারফ (২৬) ও একই এলাকার মৃত রেজাউল খানের ছেলে মো. তরিকুল ইসলাম (২৩)।

র‍্যাব-১ এর ঢাকার সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, গোপন সূত্রে র‍্যাব খবর পায় যে মাদক কারবারী চক্রের কতিপয় সদস্য হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে গাজীপুর হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। পরে বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিডিএল ভবনের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে দুই দশমিক ৬৩০ কেজি হেরোইন জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবকে জানায়, তারা পেশায় ট্রাকচালক ও হেলপার হলেও দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তাদের অন্য সহযোগীরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে।

পরবর্তীতে হেরোইনের চালানগুলো কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। ব্যবসায়ীরা হেরোইনের চালানটি একটি চালবাহী ট্রাকে করে ঢাকায় নিয়ে আসছিল।