লাইফ স্টাইল ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৪৮

রূপচর্চায় তেজপাতা

লাইফস্টাইল ডেস্ক

রান্নায় স্বাদ সুগন্ধ আনতে আমরা সাধারণত তেজপাতা ব্যবহার করে থাকি এটি ব্যবহারের ফলে যেকোনো রান্না আরো সুস্বাদু হয়ে ওঠে তেজপাতায় বেশ কয়েকটি স্বাস্থ্যগত গুণ রয়েছে কিন্তু আপনি কি জানেন, রূপচর্চায়ও তেজপাতার জুড়ি মেলা ভার?

স্বাস্থ্য জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ত্বক, চুল, দাঁত সুন্দর রাখতে আপনি তেজপাতা ব্যবহার করতে পারেন আসুন, জেনে নিই রূপচর্চার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন তেজপাতা

খুশকি দূর করে

শুকনো তেজপাতার গুঁড়ো ব্যবহার করে যে কেউ খুব সহজে খুশকি থেকে মুক্তি পেতে পারে টক দইয়ের সঙ্গে তেজপাতার গুঁড়ো মিশিয়ে নিন মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান মিশ্রণটি মাথার চামড়ায় লাগান এবং কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন এতে খুশকি দূর হবে

কন্ডিশনারের মতো কাজ করে

কয়েকটা তেজপাতা পানিতে দিয়ে সেদ্ধ করুন তারপর পানি ঠাণ্ডা করে নিন এবং শ্যাম্পু করার পর ওই পানি দিয়ে চুল ধুয়ে নিন, কন্ডিশনারের মতো কাজ করবে এটি

উকুন সারাতে

তেজপাতার তীব্র গন্ধ এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি মাথা থেকে উকুন দূর করতে সহায়তা করে জন্য আপনি তেজপাতার গুঁড়ো নিয়ে সরাসরি মাথার চামড়ায় লাগাতে পারেন

দাঁত পরিষ্কারে

দাঁত ব্রাশ করতে তেজপাতার গুঁড়ো ব্যবহার করতে পারেন হলদে হলে পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন, উপকার পাবেন

ব্রণ দূর করে

শুকনো তেজপাতা গুঁড়ো গোলাপ জলে মিশিয়ে নিন ব্রণের ওপর এটি প্রয়োগ করুন আধা ঘণ্টা রেখে তারপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন ছাড়া আরেক পদ্ধতি ব্যবহার করতে পারেন পানিতে কয়েকটি তেজপাতা দিয়ে তা ফোটান ১০ মিনিট ফুটিয়ে পানি ছেঁকে নিন সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন এতে মুখের ব্রণ দূর হয়