ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার নীতিমালায় কয়েকটি পদে নিয়োগের জন্য পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) নিয়োগের আলাদা তিনটি বিজ্ঞপ্তি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুসারে, নবম ও দশম গ্রেডের এসব পদে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ মার্চ পর্যন্ত। বিভিন্ন মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তরে এসব নিয়োগ দেওয়া হবে।
সব পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীকে bpsc. teletalk. com. bd-এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। পরবর্তীতে এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়া ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনাবলি পাওয়া যাবে।
*নন-ক্যাডারে পিএসসি বিজ্ঞপ্তি ১ এখানে দেখুন
*নন-ক্যাডারে পিএসসি বিজ্ঞপ্তি ২ এখানে দেখুন
*নন-ক্যাডারে পিএসসি বিজ্ঞপ্তি ৩ এখানে দেখুন