ধর্ম ও জীবন ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৬

আজ পবিত্র আশুরা

ডেস্ক রিপোর্ট।। 

আজ পবিত্র আশুরা।  এ উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন পুরান ঢাকার শিয়া মতাদর্শীরা। হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়। মিছিলে এবারও অস্ত্র, লাঠি ও আগুনসহ জিঞ্জিরা দিয়ে রক্তপাত নিষিদ্ধ করেছে পুলিশ।

১০ই মহররম কারবালার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটিতে বিশ্বব্যাপী আশুরা পালন করে থাকেন শিয়া মতাদর্শীরা।

কারবালার বিয়োগাত্মক সেই ঘটনা ও পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালানে ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতি শেষ হয়েছে। হযরত ইমাম হোসেনের কারী মোবারক দর্শন, দোয়া মোনাজাতের পাশাপাশি আগরবাতি, ও তৃষ্ণার্ত ইমাম হোসেনকে পানি পানের প্রতিকী ধর্মীয় আচারও পালন করেন শিয়া মতাদর্শীরা।

মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে। নিরাপত্তার স্বার্থে মিছিলে আতশবাতির পাশাপাশি ১২ ফুটের বড় নিশান নিষিদ্ধ করেছে পুলিশ।

১০ দিনের আশুরা পালনের নবম দিনে তিন দফা মিছিলও বের হয় হোসেনি দালান ও ফরাশগঞ্জের বিবিকা রওজা থেকে। মূল আয়োজনে পুরানা পল্টন, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও মিরপুর-১১ নম্বরে বিহারি ক্যাম্পগুলোর তাজিয়া মিছিলও এসে যোগ দেবে। তবে, নিরাপত্তা তল্লাশি ছাড়া মাঝপথে কেউ মিছিলে যোগ দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।