আন্তর্জাতিক ৬ মার্চ, ২০২১ ১১:১১

চীনের হামলার শিকার ৩০ হাজার মার্কিন ওয়েবসাইট

ইন্টারনাশ্যনাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে সাইবার হামলা চালিয়ে অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনুপ্রবেশ করে তথ্য চুরি ও নষ্ট করেছে চীনকেন্দ্রিক কিছু হ্যাকারগ্রুপ।

আজ শনিবার (৬ মার্চ) এসব কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস। মার্কিনীদের অভিযোগ, চীনের রাষ্ট্রীয় মদদেই এমন ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের সার্ভার হ্যাক করেই এই লঙ্কাকাণ্ড ঘটিয়েছে হ্যাকাররা। ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ক্র্যাবস অন সিকিউরিটি জানিয়েছে, চীনের একটি গুপ্তচর গ্রুপ এ হামলা চালায়। তারা মাইক্রোসফটের চারটি দুর্বলতা চিহ্নিত করে সেগুলোর সুযোগ নিয়েছে। এই নিরাপত্তা সংস্থা আরও জানায়, এই দুর্বলতার কারণেই হ্যাকাররা অগণিত ইমেইলের এক্সেস পেয়ে যায়। এরপর তারা ম্যালওয়ার ইন্সটল করে। মাইক্রোসফটও বলেছে এটা চীনাদের কাজ। তবে কোন কোন ওয়েবসাইট আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি এ প্রযুক্তি সংস্থা।

হামলার বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ব্রিফ করা দুজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ক্রেবস অন সিকিউরিটিকে জানিয়েছেন, বিশ্বব্যাপী কয়েক হাজার মাইক্রোসফ্ট এক্সচেঞ্জ সার্ভারের উপর চীনা হ্যাকিং গ্রুপ নিয়ন্ত্রণ পেয়েছে। এক্সচেঞ্জ সার্ভারটি মূলত ব্যবসায়ী গ্রাহকরা ব্যবহার করেন। মাইক্রোসফট দুর্বলতাগুলি সমাধানের জন্য বেশ কয়েকটি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে এবং গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ইনস্টল করার পরামর্শ দিয়েছে।