রাজারহাট প্রতিনিধি
“করোনা কালে নারী নেতৃত্বে,গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ সোমবার (৮ মার্চ)সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহওরার্দ্দী বাপ্পি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা: সম্পা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা তথ্য অফিসার মোছা: সোহেলী বেগম প্রমূখ।