আন্তর্জাতিক ১৯ মার্চ, ২০২১ ১১:৪০

মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ উ. কোরিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক

মালয়েশিয়ার সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

জানা যায়, সম্প্রতি অর্থপাচারে অভিযুক্ত এক উত্তর কোরীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে মালয়েশীয় আদালত। এর প্রেক্ষিতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিঙ্গাপুরে বৈধ বৈদেশিক বাণিজ্য কার্যক্রমে বছরের পর বছর ধরে জড়িত’ একজনকে প্রত্যর্পণ করতে সম্মত হয়ে ‘মস্ত-বড় শত্রুভাবাপন্ন আচরণ’ করেছে মালয়েশিয়া। এর ফলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘পুরোপুরি বিচ্ছিন্ন’ করছে পিয়ংইয়ং।

এর জন্য যুক্তরাষ্ট্রকেও ‘যথাযথ মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মালয়েশীয় সরকার।