খেলাধুলা ৩ অক্টোবর, ২০২২ ০৩:২৭

বাংলাদেশকে ৯ উইকেটে হারল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপে  প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে ছন্দপতন ঘটল স্বাগতিকদের। 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশে।প্রথম ওভারেই প্যাভিলনে ফিরতে হয় দুউ ওপেনারকে। পরের ওভারে সাদিয়া হকের শিকার হয়ে ফেরেন ফারজানা হক। রুমানা হকের ব্যাট থেকে আসে ১ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরতে হয় দুই টাইগ্রেস ওপেনারকে।

শুরুতেই ফেরেন শামিম সুলতানা। দিয়ানা বাইগের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ওভারেই ফারজানা হক ফেরেন সাদিয়া ইকবালের শিকার হয়ে।

এই দুই ব্যাটারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ শিবিরে ফের আঘাত হানেন দিয়ানা। এবারে তিনি তুলে নেন রুমানা আহমেদকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।

নিগার সুলতানা ও লতা মন্ডল কিছুটা হাল ধরার চেষ্টা করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নিগারের ব্যাট থেকে আসে ১৭ রান এবং লতা ১২ রান করে সাজঘরে ফিরতে হয়। দলের হয়ে সবচেয়ে বেশি ২৯  রান করেন সালমা খাতুন। 
২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগ্রেসরা সংগ্রহ করে ৭০ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন দিয়ানা বাইগ, নিদা দার। ১টি করে উইকেট নেয় সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেইল। 

জবাবে পাকিস্তান প্রথম ওভারেই তুলে বসে ১৩ রান। সফরকারীদের অভিপ্রায়টা প্রকাশ পেয়ে গিয়েছিল তখনই। মুনিবা আলী আর সিদরা আমিনের কল্যাণে পাকিস্তানকে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৪০ রান। তাতে ১০ উইকেটের ব্যবধানে হারের শঙ্কাটাও পেয়ে বসে বাংলাদেশ শিবিরে।


আজকের কাগজ// টিএ