অর্থ ও বাণিজ্য ৩ অক্টোবর, ২০২২ ০৪:০০

রাজীব শেঠি নতুন সিইও

নিজস্ব প্রতিবেদক

মোবাইল অপারেটর রবি নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতীয় নাগরিক রাজীব শেঠিকে।

সিইও হিসেবে যোগ দেওয়ার পর শেঠি বলেন, রবি আজিয়াটা লিমিটেডে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। উদ্ভাবনী শক্তির কারণে রবি ডিজিটাল টেলকোতে রূপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন,দলগত প্রচেষ্টায় আগামী দিন গুলোতে রবি বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে বলে আমার বিশ্বাস।’

মিয়ানমারের শীর্ষ অপারেটর উরিডুতে সিইও হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর রবিতে যোগ দিলেন তিনি। এর আগে তিনি এয়ারটেল আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২০২১ সালের আগস্ট থেকে রবির অ্যাক্টিং সিইও হিসেবে দায়িত্ব পালনকারী এম রিয়াজ রশীদের স্থলাভিষিক্ত হলেন তিনি। এখন থেকে চিফ ফিন্যানশিয়াল অফিসার হিসেবে তার নিজস্ব ভূমিকা পালন করবেন রিয়াজ রশীদ। এর আগে তিনি বাংলাদেশের গ্রামীণফোন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্য-প্রযুক্তি শিল্পে কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজীব ভোডাফোন, এইচপি, হাচিসন টেলিকম ও এশিয়া পেইন্টসের মতো কোম্পানিতে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। লখনৌয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড অপারেশনসে এমবিএ করেছেন শেঠি।

আমাদের কাগজ/টিএ