Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

আপাতত বৃষ্টির সম্ভবনা কমলেও  আগামী সপ্তাহ থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। লঘুচাপের জন্য ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে। সমস্যা হবে না, এটি হয়তো উপকূলে উঠে আজ-কালের মধ্যে শেষ হয়ে যাবে। সিগন্যাল যেটা আছে সেটা আপাতত থাকবে। আবহাওয়া ভালোর দিকে যাচ্ছে। বৃষ্টি কমে যাবে।’

তিনি বলেন আরও, ‘আগামী দু-তিন দিনে বৃষ্টি ক্রমেই কমে যাবে। এরপর ১০-১১ অক্টোবরের পর আবার একটা বৃষ্টি আসবে। আপাতত ঢাকায় সেভাবে বৃষ্টি হবে না। বিকেলের দিকে হলেও ছিঁটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।


আমদের কাগজ//টিএ


আরো খবর