সারাদেশ ৫ অক্টোবর, ২০২২ ০৪:৪৪

আটকা পড়া পর্যটকরা আসতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক

পাহাড় ধসে সাড়ে ছয় ঘণ্টা সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়েছে । এর ফলে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে।

এর আগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিলো। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার জানান সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, পাহাড় ধ্বসের পর সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে, পর্যটকরাও যাতায়াত শুরু করেছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, গতকাল যারা বেড়াতে এসেছিলেন তারা আজ (বুধবার) সকালে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পাহাড় ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়ে। দুপুরের কিছু পর থেকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু করেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, পাহাড় ধ্বসের পর সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে, পর্যটকরাও যাতায়াত শুরু করেছেন।

টানা চার দিনের ছুটির কারণে সাজেকসহ দেশের সব পর্যটক কেন্দ্রে পর্যটকের বাড়তি চাপ পড়েছে। 

 

 

আমদের কাগজ//টিএ