উন্নয়ন সংবাদ ৬ অক্টোবর, ২০২২ ০৯:৪১

পদ্মা সেতুতে তিন মাসে টোল আদায় ২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: 

পদ্মা সেতু উদ্বোধনের ১০০ দিন পূর্ণ হলো। ১০০ তম দিনে পদ্মা সেতুতে টোল আদায় করা হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, চলতি বছরের ২৬ জুন থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১০০ দিনে টোল আদায় হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি। প্রতিদিনের গড় টোল আদায় সোয়া ২ কোটি টাকারও বেশি। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে সেতুটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে।

আমাদের কাগজ//জেডআই