খেলাধুলা ১০ অক্টোবর, ২০২২ ১২:০০

লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে সিটিকে পেছনে ফেলে সবার ওপরে এসেছে আর্টেটা শিষ্যরা। রোববার ( ৯ অক্টোবর) বাংলাদেশ সময়ে রাত সাড়ে ৯টায় ঘরের মাঠ এমিরেটসে লিভারপুলকে আতিথেয়তা দেয় আর্সেনাল। ট্যাকটিকস ও পজিশনে বেশ কিছু পরিবর্তন আনেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্টেটা।

ম্যাচ শুরুর প্রথম মিনিটে  গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে আর্সেনাল ১-০ তে লিড নেয়। এরপর আর্সেনাল চেষ্টা করতে থাকে ব্যবধান বাড়ানোর, লিভারপুলও চেষ্টা করতে থাকে সমতায় ফেরার। ম্যাচের ৩৪ মিনিটে লুইজ দিয়াজের ক্রস থেকে গোল করেন ডারউইন নুনেজ। স্কোরলাইন তখন ১-১। ম্যাচের ৪২ মিনিটে লুইজ দিয়াজের বদলে মাঠে নামেন ফিরমিনো। প্রথমার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয় ৫ মিনিট, অতিরিক্ত সময়ের একদম শেষ দিকে কাউন্টার থেকে মার্টিনেল্লির এসিস্ট থেকে গোল করেন আর্সেনালের স্টার বয় বুকায়ো সাকা। প্রথমার্ধ শেষে ২-১ গোলের লিড আর্সেনালের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিভারপুল। দিয়াগো জোটার থ্রো বল থেকে গোল করে সমতায় ফেরান ফিরমিনো। এরপর থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। তবে এরই সুযোগে এগিয়ে যেতে পারত আর্সেনাল, দুইটি গোলের সহজ চান্স মিস করেন ওডেগার্ড-মার্টিনেল্লিরা।

ম্যাচের ৭৪ মিনিটে ডিয়াগো জোটা গ্যাব্রিয়েল জেসুসকে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। আর্সেনালের হয়ে পেনাল্টি থেকে গোল করেন বুকায়ো সাকা। স্কোরলাইন তখন ৩-২।

এরপর মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা কিচ্ছুক্ষণ হাতাহাতিও করেন। এরপর লিভারপুল চেষ্টা করলেও আর গোল করতে পারেনি। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্টেটার শিষ্যরা। এই জয়ে আর্সেনাল শিবিরে এখন কিছুটা স্বস্তির সুর, অন্যদিকে লিভারপুল শিবিরে বইছে হতাশা, লিগে এখনো যে ধুঁকছে ইয়ুর্গেন ক্লপের দল।

লিগে আর্সেনালের পরবর্তী ম্যাচ লিডস ইউনাইটেডের বিপক্ষে, অন্যদিকে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিভারপুল। 

আমাদের কগজ//টিএ