সারাদেশ ১১ অক্টোবর, ২০২২ ০৮:০৬

নাটোরে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে দু'জন নিহত

মফস্বল ডেস্ক: নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়ী রুহুল আমিন। 

এর আগে রোববার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দু'জন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে নাজিম উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সুকাশ ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফরিদুল মেম্বার ও তাঁর ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুসের সঙ্গে বিরোধ চলে আসছিল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আফতাব হোসেনের।

এরই অংশ হিসেবে রোববার রাত ৯টার দিকে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। এতে আফতাবসহ চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন এবং রুহুলসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, আবদুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর বাহিনী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ নেতা আফতাবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অন্যজন চিকিৎসাধীন আছেন।
 

ফরিদুল মেম্বার বলেন, হামলার অভিযোগ বানোয়াট। উল্টো কোনো কারণ ছাড়াই আফতাবের লোকজন রুহুল ও মাসুদ নামে দু'জনকে কুপিয়ে জখম করেছে। এ ছাড়া রুহুল ও মুছা নামে আরও দু'জনের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
 

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘসংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।