বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৫

জাপান টোব্যাকো ও মিলিনিয়াম ইনফরমেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর 

ডেস্ক রিপোর্ট ।। 

জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান ইউনাইটেড টোব্যাকো কোম্পানী লিমিটেড ও মিলিনিয়াম ইনফরমেশন সল্যূশন লিমিটেড (MISL) সাথে তাদের ফ্ল্যাগশিপ সফটওয়্যার "সিলভিয়া" ব্যবহারের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 

'সিলভিয়া' মানব সম্পদ ব্যাবস্থাপনার একটি আধুনিক সফটওয়্যার যা জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজ তাদের নিজেদের কর্মীদের উপস্থিতি নজর রাখতে, বেতন ভাতা দিতে ও কর্মীদের ছুটির বিষয়টি দেখভাল করতে ব্যাবহার করতে পারবে।

মিলিনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড গত দুই দশক ধরে উৎকর্ষতার সাথে ধারাবাহিকভাবে কাজ করে নিজেকে একটি নির্ভরযোগ্য সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাদের সফটওয়্যার সিলভিয়া বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, বেসরকারী সংস্থা ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীকে সেবা দিয়ে আসছে।