সারাদেশ ১১ অক্টোবর, ২০২২ ০৮:৪৮

চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: গরম কমলে চাহিদা কমবে, তখন বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো। এমনটা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আমরা মনে করেছিলাম অক্টোবরে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কারণ এ সময় আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাবে। তখন আমরা এটা ম্যানেজ করতে পারবো। এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, ফলে আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে। আশা করছি চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো।

তিনি বলেন, তাপমাত্রা কমলে চাহিদা কমে আসবে। আমি মনে করি, একটু ধৈর্য ধরা দরকার। আমাদের ৭ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো তেলে চলে। আর ১১ হাজার মেগাওয়াট রয়েছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বাকিটা সোলার বা বিদেশ থেকে আনতে হয়। সব মিলিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাড়ে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট।

দেশে তেলের সংকটে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় টাইম করে লোডশেডিং দিচ্ছিল সরকার। অফিস সময়েও আনা হয় পরিবর্তন। এরপরও গত কয়েকদিনে দেশে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। দিন-রাতে সমান তালেই লোডশেডিং হচ্ছে।

আমাদের কাগজ//জেডআই